webnovel

Bangla novel ~~ বাংলা গল্প

গেল শনিবার, প্রচন্ড গরম পড়ছিল। ঘামে জ্যাবজেবে

হয়ে একটু ঠান্ডা হওয়ার আশায় বসলাম এসে একটা

ফাকা মাঠে। হালকা বাতাস আসছিল মাঝে মাঝে, বেশ আরাম লাগছিল। আরামে চোখ দুটো জড়িয়ে আসছিল ঘুমে। ঘুম চোখে মনে হল, সামনে কিছু একটা দুলছে। ভাল করে তাকিয়ে দেখি সামনে মূর্তিমান যমদূত, আমার দিকে পিছন ফিরে ফনা তুলে দুলছে।

"মা গো, বাবারে...." বলে চেঁচিয়ে উঠলাম।

চেঁচানি শুনে যমদূত ঘুরল আমার দিকে, জিজ্ঞেস করল -

কি গো, চেঁচালে কেন? ভয় পেয়েছ নাকি?

বললাম -

হ্যা, তোমাকে দেখে ভয় পেয়েছি, তুমি তো প্রচন্ড বিষধর, এক ছোবল দিলেই শেষ আমি। আর তুমি হিংসুটেও খুব, মানুষ দেখলেই ছোবল মার।

আমার কথা শুনে সাপটা দুঃখের হাসি হেসে বলল -

তোমাদের মানুষদের মত ভন্ড জীব আর নেই দূনিয়াতে।

আচ্ছা, একটা কথা বল তো, তুমি এ জীবনে কত গুলো সাপ মেরেছো, বা মারতে দেখেছো?

বললাম -

সে তো প্রচুর, কয়েক শ' হবে। আর মারবে না কেন? তোমরা যা হিংস্র আর বিষধর, তোমরা মানুষকে দেখলেই ছোবল দেবে, আর মানুষ শেষ।

কেউটে বলল -

আচ্ছা, মানলাম তোমার কথা ঠিক। আমরা মানুষ দেখলেই ছোবল মারি। তা তুমি তো জীবনে প্রচুর সাপ মেরেছো বা মারতে দেখেছো। এবার বল তো, তুমি জীবনে কয়টা মানুষকে সাপের কামড়ে মরতে দেখেছো?

আমতা আমতা করে বললাম -

না মানে আমি দেখিনি একজনকেও সাপের কামড়ে মরতে, কিন্তু তোমরা হিংস্র, আর মানুষকে কামড়াও, সবাই জানে এ কথা।

কেউটে বলল -

আসলে কি জানো? তোমরা যা জানো তা ভুল। তোমরা মানুষরা দুনিয়ার সব চাইতে হিংস্র প্রাণী। তোমরা কেবল মারতেই জানো। আমি জানি, তোমারও ইচ্ছে হচ্ছে আমাকে মেরে ফেলতে। মারছ না যে, সেটা ভয়ে, দয়া করে নয়। কিন্তু দেখো, আমি তো তোমাকে কামড়ানোর কথা ভাবছি না। আমি চাইলেই তোমাকে ছোবল দিতেই পারি। কিন্তু দেব না ছোবল। কারন আমরা তোমাদের মত হিংস্র নই। তা ছাড়া আমরা না তো শুধু শুধু পরিশ্রম করতে চাই, না বিষ নষ্ট করতে চাই। মানুষ দেখলেই আমরা পালাতে চেষ্টা করি। আমরা তখনই কামড়াই, যখন বুঝি যে না কামড়ালে আমি মরব। আরও একটা কথা, আমরা কামড়ালেই একগাদা বিষ ঢালি না। কারন বিষ আমাদের খাবার হজম করতে কাজে লাগে। আমরা একশ' জনকে কামড়ালে কম করে নব্বই জন এমনিতেই বেচে থাকবে, কারন আমরা কামড়ালেও বেশিরভাগ সময় বিষ ঢালি না।

আমরা একত্রিশ জন ভাইবোন একসাথে জন্মেছিলাম। বেচে আছি শুধু আমি। বাকি সবাইকে তোমরা মেরে শেষ করে দিয়েছো। আমরা সব ভাই বোন, আমাদের মা বাবা, আমরা কেউ কিন্তু কোন মানুষকে কামড়াই নি আজ পর্যন্ত।

আসলে, তোমাদের মানুষদের জন্ম থেকেই ভুল জিনিষ শেখানো হয়। ভালবাসতে শেখানো হয় না। শেখানো হয় ঘৃণা করতে, শত্রুতা করতে, খুনোখুনি করতে।

ঘৃণা করার নানা রকম ফন্দিও খুজে খুজে বের করো তোমরা।

তোমাদের বিদ্বেষ যে শুধু অমানুষ প্রাণীদের প্রতি, তা নয়। তোমরা মানুষরা মানুষের প্রতি ঘৃণা করারও নানা অজুহাত খুজে খুজে বার করো।

ধর্মের ভিত্তিতে বিভেদ, মারামারি, জাতপাতের লড়াই, এক দেশের সাথে অন্য দেশের লড়াই, এক দলের সাথে অন্য দলের রেশারেশি। মারামারি হানাহানি, হিংসে করার কত রকমের ফন্দি যে মাথায় আসে তোমাদের, তার শেষ নেই।

আর এত সব অন্যায় করে, কেমন নির্বিকার ভাবে তোমাদের বাড়ির শিশুদের জন্ম থেকে শেখাও, সাপ হিংস্র, বাঘ, সিংহ হিংস্র। আসলে তোমাদের মত হিংস্র, খুনি প্রাণী আর নেই এই দুনিয়ায়।

এই দেখো না, তুমি ভয়ে সিটিয়ে আছো, কিন্তু সাথে তুমি মনে মনে ভাবছ - একটা ভাল লাঠি পেলে, আর এক দুইজন সাথী থাকলে সাপটাকে পিটিয়ে মারতাম। তোমাদের, মানুষদের খুব ভাল করে চিনেছি আমরা। চলি গো, লোকজন এসে পড়লে আবার বিপদ হবে আমার।

এমন সময় "বুড়ুম" করে বিশাল আওয়াজে কেঁপে উঠলাম, ঘুম ভেঙে গেল আমার। কাছাকাছি কোথাও মারামারি শুরু হয়েছে, বোম পড়ছে। কেন মারামারি জানি না। হয়ত ধর্মিয় মতভেদ, হয়ত রাজনৈতিক দলাদলি, হয়ত বা ক্লাবে ক্লাবে গন্ডগোল। বুঝলাম এতক্ষন স্বপ্ন দেখছিলাম। এদিক ওদিক তাকিয়ে দেখি সত্যিই আছে একটা কেউটে সাপ। বোমের শব্দে ভয়ে ফনা তুলে এদিক ওদিক তাকাচ্ছে।

আমার দিকে তাকিয়ে একটু মুখটা হা করল, একটু জিভ বের করল। মনে হল আমার দিকে তাকিয়ে হাসল, আর জিভ ভেঙিয়ে বলল - কি গো যা বলেছিলাম তা সত্যি হল তো?

চুপচাপ বসে ভাবতে থাকলাম, সত্যিই কি আমরা এত খারাপ?

মৃণাল কান্তি চ্যাটার্জী।

গোখরো সাপ / গোক্ষুরো সাপ

Indian Cobra / Spectacled Cobra